ফ্যাসিবাদী আমলে বিদ্যুৎ খাতে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, যাকে তাকে তারা বিদ্যুৎ খাতে লাইসেন্স দিয়েছে। বিশেষ করে নিজের পরিবার, নিজের আত্মীয়-স্বজনকে দিয়েছে, ভারতকে দিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি প্রতিরোধ শীর্ষক এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। আব্দুস সালাম বলেন, ফ্যাসিবাদী সরকার যে কয়টা সেক্টর থেকে টাকা চুরি করেছে তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ। কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর এই সেক্টরের সঙ্গে যারা জড়িত ছিলেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন- তাদের ব্যাপারে এই সরকার কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে...