এশিয়া কাপের পর্দা নামলেও শেষ হচ্ছে না নাটকীয়তা। সাবেক খেলোয়াড়, বর্তমান তারকা এবং রাজনৈতিক ব্যাক্তিতের অলোচনা-সমালোচনায় ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ৪১ বছর পর এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনালে চ্যাম্পিয়ন ভারত এসিসির সভাপতির থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় । যে কারণে ভারত এমনটা করল বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিয়ানক সূর্যকুমার যাদব। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রায় দেড়ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে, দলটি এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ম্যাচ পরবর্তীতে সূর্যকুমার বলেছেন, ‘আমরা মাঠে বসেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কেউ আমাদের এটা করতে বলেনি। বিসিসিআই বা আমাদের প্রধানমন্ত্রী আমাদের এমন কিছু করতে বলেননি। আমরা এমন...