ঘুরে দাঁড়ানোর ম্যাচে রিয়াল মাদ্রদিকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে বার্সেলোনা। ১-০ গোলে পিছিয়ে পড়েও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তিনটি পয়েন্ট নিশ্চিত করা হ্যান্সি ফ্লিকের দলের জন্য খুব একটা সহজ ছিল না। লা লিগার ম্যাচ শেষ করতে না করতেই ৬৮ ঘণ্টার মধ্যে আবার মুখোমুখি হতে হবে চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে। ম্যাচের ফলাফল নিয়ে ফ্লিক খুশি থাকলেও পিএসজি ম্যাচ নিয়ে চিন্তিত। দলের বর্তমান অবস্থান এবং সল্প সময়ের মধ্য চ্যাম্পিয়ন্স লিগে খেলার প্রস্তুতি সম্পর্কেও কথা বলেছেন ৬০ বর্ষী কোচ। ফ্লিক বলেছেন, ‘আমরা ভালো খেলেছি, কিন্তু টেবিলের শীর্ষে থাকাটা সাময়িক। এটা আমাদের ধরে রাখতে সাহায্য করবে কারণ এটি আমাদের প্রতিপক্ষ, রিয়াল মাদ্রিদ এবং পিছিয়ে থাকা দলগুলোর উপর চাপ সৃষ্টি করে। আমাদের এই অবস্থান রক্ষা করতে...