আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপের বাছাই পর্বে হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচটাও হংকংয়ের বিপক্ষেই। সেটি ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ। সেই দুই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন ফুটবলাররা। হংকংয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বাছাইয়ের আগের দুই ম্যাচে নন-প্লেয়িং অধিনায়ক ছিলেন জামাল।খেলতে না পারার আক্ষেপটা বারবার প্রকাশ করেছেন তিনি। সোমবারও করলেন এবং জানালেন লাল-সবুজের হয়ে খেলা তীব্র আকাঙ্ক্ষার কথা। তবে ব্যক্তিগত পাওয়া না পাওয়াকে পেছনে ফেলে জামাল চান ডু-অর-ডাই ম্যাচটা জিতে টিকে থাকতে, 'আমি মনে করি এটা আমাদের জন্য ডু-অর-ডাই ম্যাচ। এটা জিততে না পারলে আমাদের জন্য মূল পর্বে যাওয়ার আরও কঠিন হয়ে যাবে। আমি মনে করি সবাই এটা মাথায় রেখেই প্রস্তুতি নেবে। ইতিমধ্যে লিগের খেলা শুরু হয়ে...