ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালকসহ ২ জন আহত হন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলী শিবরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন শেখ মাগুরা জেলার শেখ মিজানুর রহমানের ছেলে। তার বাবা ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড চাকরি করেন। শোভন জেলার সদর উপজেলার বৈঠাখালী দয়াামপুর গ্রামে মামা টোকন শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এ ঘটনায় একই গ্রামের মো. দুদু মোল্লার ছেলে আব্দুল্লাহ (২১) ও শহরের গোয়ালচামট এলাকায় মিলন (২২) আহত হয়েছেন। নিহত শোভনের প্রতিবেশী ফরিদ শেখ জানান, মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি আসার পথে শিবরামপুর এলাকায় ভ্যানের পেছনে ধাক্কা লাগে। সাইকেলের পেছন থেকে শোভন ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় একটি ট্রাক এসে চাপা দিলে...