খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে আধা ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে রোববার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে জানান জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ারুল হক রিপন। নির্যাতনের শিকার এক নারী শ্রমিক বলেন, “২০২৪ সালে জায়ান্ট টেক্সটাইলস কারখানায় সুইং সেকশনে জেএসএম অপারেটর হিসেবে যোগদান করি। কারখানার ভেতর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকজন সদস্য বিভিন্ন সময় নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। “দীর্ঘদিন ধরে শ্রমিকরা কর্মকর্তাদের আচরণের প্রতিবাদ করে আসছেন। শনিবার সকাল ৮টার দিকে আমি কারখানায় প্রবেশ করছিলাম। এ সময় নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন কর্মকর্তারা। তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ করে বিষয়টি সুষ্ঠু সমাধানের দাবি জানান শ্রমিকরা। “আমিসহ...