আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দেন এই পেস বোলিং অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন এই তারকা। গত আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে গুরুতর ইনজুরিতে পড়েন ওকস। কাঁধের চোটের কারণে আসন্ন অ্যাশেজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। ইংলিশদের ভবিষ্যত পরিকল্পনায়ও নেই তিনি। বোর্ড থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, ফিটনেস এবং পারফরম্যান্স বিবেচনায় তাকে ইংল্যান্ডের ভবিষ্যত পরিকল্পনায় আর রাখা হচ্ছে না। এ কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া অবসরের ঘোষণায় ওকস লিখেছেন, ‘সময় এসে গেছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। ছোটবেলা...