বাংলাদেশের নাগরিকদের জন্য প্রতিদিন বিপুল সংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মা। তিনি বলেন, “পরিস্থিতি আরও উন্নত হলে ভিসার সুযোগ আরও সম্প্রসারিত করা হবে।” সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপূজার সপ্তমীর দিন টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ভারতের হাই কমিশনার আরও বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ভারত সবসময় কাজ করছে এবং বাংলাদেশিদের চিকিৎসা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এদিন প্রণয় কুমার বর্মা কুমুদিনী ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল পোদ্দার, ডেপুটি জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক প্রমুখ। পরে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে...