অক্টোবরের শুরুতে বাংলাদেশ ফুটবল দলের সামনে দুই যুদ্ধ—তবে লক্ষ্য একটাই: এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করা। সেই মিশনের কথাই বললেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতের ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে জামাল সরল ভাষায় ঘোষণা করলেন, ৯ ও ১৪ অক্টোবর হোম-অ্যাওয়ে হংকং ম্যাচগুলো বাংলাদেশের জন্য “ডু অর ডাই” — অর্থাৎ এই লড়াই না জিতলে এশিয়ান কাপে খেলার আশা ছেড়ে দেওয়াই ভালো।জামাল বলেন, ‘আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। এশিয়া কাপ খেলতে হলে অবশ্যই ম্যাচটা জিততে হবে। হংকং এখন শক্তিশালী—তারা গ্রুপে শীর্ষের দৌড়ে আছে। কিন্তু ঘরে আমরা সুযোগটা কাজে লাগাতে পারি। ম্যাচদিনে ভাল খেলা আবশ্যক।’গ্রুপ সি–র লড়াই এখন উত্তাপের মধ্যে। সিঙ্গাপুর ও হংকং দুই দলই চার করে পয়েন্ট নিয়ে শীর্ষের লড়াই চালাচ্ছে; গোল ব্যবধান সমান থাকলেও বেশি গোলের কারণে...