হৃদরোগে আতংকিত হওয়ার কিছু নেই জানিয়ে চিকিসকরা বলেন, সৃষ্টিকর্তা মানুষ রোগ দিয়েছেন এবং সেই রোগের নিরাময়ের জন্য মানুষকে জ্ঞানও দিয়েছেন। আমরা সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞানকে ব্যবহার করে রোগীদের সুস্থ করার চেষ্টা করি। হৃদরোগের চিকিৎসার জন্য এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের শহর চট্টগ্রামেই এখন হৃদরোগের পূর্ণঙ্গ চিকিৎসা হচ্ছে। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ২৪ ঘণ্টা হার্ট ও রক্তনালির সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনের সাবেক এমপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের হার্ট সেন্টারে হার্টের বাইপাস অপারেশন করা আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিওভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামাল, চিফ কার্ডিওলজিস্ট ডা. আবদুল মোত্তালিব, ডা. আখতার হোসেন, ডা. কফিল উদ্দিন, ডা. সোহেল ছিদ্দিকী, ম্যানেজিং ডিরেক্টর ডা. মুজিবুল হক, ডা. কাউসার আলম, ডিরেক্টর ল্যাব অপারেশন এম এ...