ভারতের বিশনোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। এর ফলে দেশটির ফেডারেল সরকার গোষ্ঠীটির সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দ করতে পারবে। কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি সোমবার (২৯ সেপ্টেম্বর) বলেন, অপরাধচক্রটি কানাডার প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। গত বছর কানাডীয় পুলিশ অভিযোগ করেছিল, ভারত সরকারের এজেন্টরা বিশনোই গ্যাং সদস্যদের ব্যবহার করে হত্যা, চাঁদাবাজি ও সহিংসতা চালাচ্ছে এবং খালিস্তানপন্থীদের টার্গেট করছে। তবে ভারত সে সময় অভিযোগ অস্বীকার করে জানায়, এ নিয়ে কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিবৃতিতে বলা হয়, বিশেষ কিছু সম্প্রদায়কে সন্ত্রাস, সহিংসতা ও ভয় প্রদর্শনের মাধ্যমে টার্গেট করেছে বিশনোই গ্যাং। তাদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্তি আমাদের আরও কার্যকরভাবে অপরাধ দমনের সুযোগ দিচ্ছে। নতুন তালিকাভুক্তির ফলে সম্পদ জব্দ বা অর্থ জমানো বন্ধ করার পাশাপাশি কানাডার...