তথ্য জমা দেওয়ার পর একটি প্রিভিউ কার্ড পাওয়া যাবে, যা যাত্রীদের বিমানবন্দরে দেখাতে হবে। ভ্রমণকারীরা ভারতে আসার পাঁচ দিন আগে থেকে এই কার্ড পূরণ করতে পারবেন।বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল প্রক্রিয়া চালুর ফলে ভারতের ইমিগ্রেশন ব্যবস্থায় সময় বাঁচবে, স্বচ্ছতা বাড়বে এবং ভ্রমণকারীদের ঝামেলাও অনেকটা কমবে। বিশ্বের বহু দেশেই আগে থেকেই এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। এখন ভারতও সেই তালিকায় যোগ হলো। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল প্রক্রিয়া চালুর...