চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি চালিয়ে এবং শ্রমিকদের মারধর করে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। নগরীর বায়েজিদ বোস্তামী থানার উত্তরা হাউজিং সোসাইটি এলাকায় শনিবার সকালে এ ঘটনায় থানায় মামলা করেছেন জমি মালিকদের একজন। যারা চাঁদা দাবি করেছেন, তারা কয়েক মাস আগে ঢাকা থেকে গ্রেপ্তার সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সহযোগী ইমনের অনুসারী বলে পরিচয় দিয়েছেন। জমির মালিক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিন ১৫ আগেও অটোরিকশা নিয়ে এসে কিছু সন্ত্রাসী ফাঁকা গুলি ছুড়ে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেছিল। “এরপর ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে তাদের কাছ থেকে নির্মাণ সামগ্রী কেনার কথা বলেন। নির্মাণ সামগ্রী কিনে ফেলা হয়েছে বলায় সে ১৫ লাখ টাকা দাবি করে। “এরপর শনিবার...