বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খাদ্য অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত আঞ্চলিক খাদ্য অধিকার সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান। সম্মেলনে বক্তারা বলেন, খাদ্য অধিকার কেবল ক্ষুধামুক্ত থাকার নিশ্চয়তা নয়; বরং নিরাপদ, মানসম্মত ও পুষ্টিকর খাবার পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। তারা উল্লেখ করেন, ১৯৪৮ সালের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র ও ১৯৬৬ সালের আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত চুক্তিতে খাদ্য অধিকারের স্বীকৃতি থাকলেও বাংলাদেশে এখনো এ বিষয়ে সুস্পষ্ট আইনগত কাঠামো নেই। যদিও সংবিধানে খাদ্য, পুষ্টি ও জনস্বাস্থ্যের বিষয়কে মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি এ সম্মেলনের আয়োজন করে। সহ-আয়োজক হিসেবে ছিল- জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা, দিনের আলো হিজড়া সংস্থা এবং ওয়েব।...