আবাসিক হল, কটেজ, মেসগুলোতে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়া শিক্ষার্থীরা। এছাড়া অনলাইনেও চলছে জোর প্রচার-প্রচারণা। তবে নির্বাচনে অনাবাসিক ও নারী শিক্ষার্থীদের ভোট প্রভাবক হবে বলেই ধারণা বিশ্লেষকদের। চূড়ান্ত তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। যেখানে নারী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। অন্যদিকে চবিতে আবাসন ব্যবস্থা আছে ৬ হাজার ৩২৮ জনের। ছেলেদের হলে আছে ৩ হাজার ৬৮৭টি আসন, মেয়েদের হলে আছে ২ হাজার ৬৪১টি আসন। সে হিসাবে মাত্র ২৩ শতাংশ শিক্ষার্থী আবাসিক। বাকি ৭৭ শতাংশ শিক্ষার্থীই অনাবাসিক। অনাবাসিক ও নারী ভোটারদের কাছে পৌঁছার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। জানতে চাইলে চাকসুতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদের প্রার্থী জামাল নাসের বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ আবাসিক না হওয়ায় বেশির ভাগ শিক্ষার্থী শহরে বা হলের...