বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৬ বছরের লড়াইয়ের পর অশুভ শক্তিকে বিদায় দেওয়া গেলেও তা এখনও সম্পূর্ণভাবে বিনাশ হয়নি। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এই মন্তব্য করেন। আওয়ামী লীগের শাসনামলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে অসুরের সঙ্গে লড়াই হয়েছে, এখনো তা শেষ হয়নি বলে আমি মনে করি।” ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার পক্ষে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “বিএনপি সব নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে। আমাদের রাজনীতি ধর্মভিত্তিক বিভাজনের ওপর দাঁড়ায় না। এটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি।” তিনি আরও দাবি করেন, সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার কার্যকরভাবে প্রয়োগ করা উচিত। বিএনপির সিনিয়র এই নেতা অভিযোগ করেন, একটি...