দেহের অত্যন্ত স্পর্শকাতর একটি অংশ কুঁচকি। সাধারণত এই স্থানটি আর্দ্র থাকে এবং ত্বকের সঙ্গে ঘন ঘন ঘর্ষণ হয়। কুঁচকিতে র্যাশ, চুলকানির মতো সমস্যায় ভোগেন অনেকেই। তবে লজ্জায় এড়িয়ে যান। বিষয়টিকে না এড়িয়ে সমাধানের চেষ্টা করা জরুরি। কুঁচকি কী?কুঁচকি (Groin) হলো মানুষের শরীরের ধড় ও উরুর সংযোগস্থলের একটি অংশ। এটি পিউবিক টিউবারকলের উভয়পাশে পেটের প্রাচীরের নীচের অংশ ও উরুর মিলিত স্থানে একটি ভাঁজ বা ক্রিজ তৈরি করে। কুঁচকিতে টান বা হার্নিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কুঁচকিতে র্যাশ ও চুলকানি হওয়ার কারণ:বিভিন্ন কারণে শরীরের এই অংশটিতে চুলকানি হতে পারে। দেখা দিতে পারে ফুসকুড়ি। সম্ভাব্য কিছু কারণ চলুন জানা যাক- ছত্রাক সংক্রমণ: কুঁচকিতে চুলকানি হওয়ার পেছনে দায়ী থাকতে পারে জক ইচ (Tinea cruris) নামের একটি সাধারণ ছত্রাক। এর সংক্রমণে কুঁচকিতে চুলকানি সৃষ্টি...