সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাষ্টার মাইন্ড এজেন্টসহ দুইজন সদস্যকে আটক করা হয়েছে। ২৯শে সেপ্টেম্বর সোমবার সাতক্ষীরার আশাশুনির উপজেলার খাজরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতার জুয়া চক্রের মাস্টার এজেন্ট তৈয়ব হাসান (২৭) আশাশুনি উপজেলার পশ্চিম খাজরা গ্রামের আতিয়ার সরদারের পুত্র ও তারেকুজ্জামান জুয়েল শানা (৩২) লাউতাড়া গ্রামের আজিজুল শানার পুত্র।খাজরা এলাকার বাসিন্দা রাসেল বলেন, আমরা এই অনলাইন জুয়ায় আমাদের এলাকায় স্কুল পড়ুয়া থেকে বয়স্ক পর্যন্ত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এলাকায় চুরির ঘটনা ঘটছে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতারের দাবি জানাচ্ছি।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, গ্রেফতার জুয়াড়িদের সহকারি মুজাহিত, আমির হামজা,বাবু ঢালী, শরিফ, সুমন সরদার এদের হয়ে এলাকা যুব সমাজ নষ্ট করে দিচ্ছে আমরা এদের আইনের আওতায় আনা হোক।এ বিষয়ে সাতক্ষীরা ডিবি...