মিস আর্থ ২০২০ মেঘনা আলম সম্প্রতি এক বিস্ময়কর তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) তার দুই দিনের জিজ্ঞাসাবাদের সময় বলেছিল, ‘বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ড করছে একমাত্র সাকিব আল হাসান।’ নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এমন তথ্যই জানিয়েছেন আলোচিত এ মডেল। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার ২ দিনের বেআইনি জিজ্ঞাসাবাদের সময় ডিবি আমাকে জিজ্ঞেস করল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে যোগাযোগ রাখে?’ মেঘনা আলম লেখেন, ‘আমার উত্তর, কারণ ৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে গিয়ে আর বিদেশ ভ্রমণ করে আমি বুঝেছি: বিশ্ববাসী হয় বাংলাদেশকে চিনেই না, নয়তো আমাদেরকে শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আর মনে করে আমরা সবসময় আমাদের প্রতিবেশী ভারতের নিচে!’ তাই...