খাগড়াছড়িতে চলমান পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। তিনি বলেন, পাহাড়ি ও বাঙালি পৃথক কোনো জাতি নয়। আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা চাই সবাই যাতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারি। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্বনির্ভর বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম এসব কথা বলেন। চলমান পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য স্বনির্ভর বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করার কথা জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে খাগড়াছড়িতে বিজিবি সর্বদা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি নিরবচ্ছিন্নভাবে খাগড়াছড়ির...