দুই দিন ধরে একে অন্যকে লক্ষ্য করে ফেসবুক পোস্ট দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও কেউই কারও নাম উল্লেখ করছেন না। তবে এটা বোঝার বাকি নেই যে, এই দুইজনই রয়েছেন ভূমিকায়। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সবশেষ ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে বুঝিয়ে তিনি দিয়েছেন সাকিব আল হাসানকে কেন্দ্র করে তার এমন স্ট্যাটাস। বিকাল ৫টার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’ এরপর আসিফ ইংরেজিতে লেখেন, ‘ইউ নো হু।’ মানে কথাগুলো কার, সেটা আপনারা সবাই-ই জানেন। আসিফ মাহমুদ নাম বলেননি, তবে তিনি যে সাকিব আল হাসানের কথাই বুঝিয়েছেন, সেটা তার স্ট্যাটাসের পরের অংশেই পরিষ্কার, ‘যার হাত...