শরীয়তপুরের কাইলারার সরা শিল্পী কালী প্রসন্ন পাল 'শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা' পেয়েছেন। সোমবার বরিশালের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে '১৬তম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা' অনুষ্ঠিত হয়। আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্তের ৬৫ জন মৃৎশিল্পী এ আয়োজনে অংশ নেন। সরা শিল্পে ‘অনন্য অবদান রাখায়’ কালীপ্রসন্ন পালকে আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি মৃৎশিল্পে অবদানের জন্য দেশের বিভিন্ন বিভাগের ১২জন মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সুজন চন্দ্র পাল, সাথী রাণী দে, রানী বালা পাল, সঞ্জয় কুমার পাল, শোভারানী পাল, রুমা রানী পাল, যুবরাজ পাল, খোকন চন্দ্র পাল, মায়া রানী পাল, গনেশ চন্দ্র পাল, উত্তম পাল ও...