আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় বড় হারের ধাক্কা ভুলে দলকে চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিতে বললেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। লম্বা পথ পাড়ি দিয়ে ইউরোপের সফলতম দলটি খেলবে কাজাখস্তানের এফসি কয়রাত আলমাতির মাঠে। লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৫-২ গোলে হেরেছে রেয়াল। মঙ্গলবার তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবে আলমাতির বিপক্ষে। মাদ্রিদ থেকে ৬ হাজার ৪৪১ কিলোমিটার দূরে খেলতে গেছে রেয়াল, যেটি চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করা সবচেয়ে দূরের পূর্বাঞ্চলীয় শহর। ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী রেয়ালের বিপক্ষে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত কয়রাত শহর। স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সম্মেলন কক্ষে সোমবার কথা বলেন আলোন্সো। বিরল মুহূর্ত স্মরণীয় করে রাখতে উন্মুখ স্বাগতিকরা। কিন্তু ২০২৪ সালের জানুয়ারির পর আতলেতিকোর বিপক্ষে প্রথম হার এবং নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে...