এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ হয়নি বাংলাদেশের। বাছাইপর্বে দুই ম্যাচ পর এক জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট এক। পরের ম্যাচে শক্তিশালী হংকংয়ের মুখোমুখি হবেন জামাল-হামজারা। আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপের বাছাইপর্বে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবেন লাল-সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আসেন ক্যাম্পে ডাক পাওয়া ২০ ফুটবলার। ২৮ জন ডাক পেলেও মোহামেডানের ফুটবলাররা ও হামজা-শমিত-ফাহমিদুলরা এখনও যোগ দেননি। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা গুরুত্ব দিচ্ছেন সামনের ম্যাচটিকে। জাতীয় দলের...