জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে প্রতিকার চেয়ে দলটির একটি অংশ চিঠি দিয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এ চিঠি দিয়েছেন জাপার আনিসুল ইসলাম অংশের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জি এম কাদের অংশ নিজেদের নিয়ন্ত্রণ বহাল রাখতে গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করে। এর পরদিন আজ সিইসিকে চিঠি দিয়ে নেতৃত্ব নিয়ে বিভ্রান্তির প্রতিকার চাইল অপর অংশ। সিইসির উদ্দেশে আনিসুল ইসলাম অংশের লেখা চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।...