বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে রয়েছে ফিল সিমন্স, সালাউদ্দিন ও মোস্তাক আহমেদের মতো অভিজ্ঞরা। তবে তাদের অধীনে চ্যাম্পিয়নস ট্রফির পর এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে টাইগার। এবার বিসিবি সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার ইচ্ছের কথা শুনিয়েছেন তিনি। আকরাম বলেন, আমি কিছু দিনের জন্য কাজ করতে পারি। কিন্তু দীর্ঘ মেয়াদে কাজ করব কি না সেটা এখন বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদের (স্পিন পরামর্শক) মতো একজন খুব ভালো কোচ আছেন। ফিল সিমন্স, শন টেইট আছেন। তারা ভালো কাজ করছেন।’ এদিকে প্রায় এক যুগে আগে বাংলাদেশে ভ্রমণ করেছিলেন ওয়াসিম আকরাম। যদিও এখন লাল-সবুজের আবহকে বেশ মিস করেন এই বোলিং কিংবদন্তি। এজন্য আগামী বছরের জানুয়ারিতে ভ্রমণেও আসতে চান। তার ভাষ্যমতে, ‘আমি...