নিহত সোহেল মেম্বার বালিয়াপাড়া এলাকার মুকবুল হোসেনের ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিয়াপাড়া এলাকার আব্দুল আউয়াল মৌলভীর ছেলে সায়েম মিয়া ৮টি দোকানঘর তৈরি করেছেন। সোহেল প্রত্যেক দোকান বাবদ এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে এর আগে গত ৭ সেপ্টেম্বর চাঁদা চাইতে যায় সোহেল মেম্বার। পরে এলাবাসী ধাওয়া দিলে সোহেল মেম্বার তার সহযোগীসহ পালিয়ে যায়। গতকাল সকালে দিকে সোহেল ও তার কয়েকজন সহযোগী সায়েমের বাড়িতে পুনরায় চাঁদা চাইতে যায়। সায়েম চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সোহেল তার কোমর থেকে পিস্তল বের করে। পাশের কয়েকজন নারী এ ঘটনা দেখে স্থানীয় মসজিদের ইমামকে জানান। মসজিদের ইমাম মাইকে এ চাঁদাবাজির ঘটনার কথা জানালে আশপাশের কয়েকশ’ লোক একত্রিত হয়ে...