২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম ভারতের বিহারে আসন্ন বিধানসভা ভোটের আগেই ফের ভোট চুরির ‘চক্রান্ত’ শুরু হয়েছে। এবার বিধানসভার মাত্র একটি কেন্দ্রের ৮০ হাজার মুসলিম ভোটারের নাম বাদ দিতে তৎপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি। অভিযোগ উঠেছে, পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের প্রায় ৮০ হাজার মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে ইসলামবিদ্বেষী বিজেপি। দলের লেটারহেডেই এ নিয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন প্রভাবশালী বিজেপি নেতারা। ঢাকার বিজেপি বিধায়ক পবনকুমার জয়সওয়ালের এক সহকারীও এ নিয়ে চিঠি দিয়েছেন। রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গেরুয়া শিবিরের দাবি, উল্লিখিত ভোটাররা কেউই ভারতীয় নন। এই ঘটনায় একযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীদল কংগ্রেস। দলটির অভিযোগ, ‘ভোট চুরি’র সব জেনেও মুখে কুলুপ এঁটে...