নতুন এই নির্দেশনা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাংকের কার্যক্রমে শরীয়াহ নন-কমপ্লায়েন্স শনাক্ত হলে ব্যাংকের পর্ষদকে সুপারভাইজরি কমিটির পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক সংশোধনমূলক ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শরীয়াহ সুপারভাইজরি কমিটির গঠন, সদস্য নিয়োগ-অপসারণ ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়াহ-সংক্রান্ত বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। পরিচালনা পর্ষদ বা ব্যাংক ব্যবস্থাপনা ওই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য থাকবে। সুপারভাইজরি কমিটি ও সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নির্বাহী কমিটি, অডিট কমিটি অথবা পর্ষদের মধ্যে শরীয়াহ-সংক্রান্ত বিষয়ে মতবিরোধ দেখা দিলে কমিটি বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। কারা হবেন সুপারভাইজরি কমিটির সদস্য?সুপারভাইজরি কমিটির সদস্য হতে চাইলে প্রার্থীকে স্বীকৃত...