২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম আল জাজিরার আই-ইউনিট ডকুমেন্টারি, ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’, গত রাতে ইতালির মোডেনায় মর্যাদাপূর্ণ ডিআইজি ফেস্টিভ্যালে সেরা ডিআইজি ইনভেস্টিগেটিভ (মিডিয়াম) পুরষ্কারে ভূষিত হয়েছে! সোমবার নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান আল-জাজিরার আই-ইউনিটের গবেষক জুলকারনাইন সায়ের। ডিআইজি ফেস্টিভ্যাল একটি বিশ্বব্যাপী মঞ্চ যা অনুসন্ধানী সাংবাদিকতার সেরাতম ক্ষেত্র উদযাপন করে, এটি সাহস, সততা এবং সত্যের নিরলস সাধনার উপর নির্মিত একটি ক্ষেত্র। সায়ের বলেন, এই জয় আমাদের ২০২১ সালের সেরা ডিআইজি (লং) পুরষ্কার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ এর পদাঙ্ক অনুসরণ করে, যা প্রমাণ করে যে যুগান্তকারী, নির্ভীক সাংবাদিকতার প্রতি আমাদের প্রতিশ্রুতি একবারের প্রচেষ্টা নয়, বরং একটি ধারাবাহিক মান। তিনি আরও বলেন, এই পুরষ্কার আমাদের দলের প্রতিটি সদস্যের জন্য যারা মধ্যরাতে আলো জ্বালান, যারা...