এক টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অমিত শাহকে চিঠি লিখেছে দলটি। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই হুমকির পর কেসি ভেনুগোপাল কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত শাহর উদ্দেশে...