বিদেশে ভালো আয়ের আশায় ঘেরের জমি বন্ধক রেখে, মোটরসাইকেল বিক্রি করে ও সুদে টাকা নিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে ছেলে শিমুলকে সৌদি আরব পাঠিয়েছিলেন নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের জাফর শেখ। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পেয়ে শিমুল এখন পুলিশি ভয়ের কারণে মরুভূমিতে পালিয়ে বেড়াচ্ছেন। শিমুলের মা পারভীন বেগম বাদী হয়ে নড়াইল মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব এবং আগামী ২২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। জাফর শেখের পরিবার দ্রুত ন্যায়বিচার ও প্রতারকদের শাস্তি দাবি করেছেন। পরিবার জানায়, প্রতিবেশী প্রবাস ফেরত খাইরুল ইসলাম ও শরিফুল ইসলামের হাতে প্রায় পাঁচ লাখ টাকা তুলে দেওয়া হয়। সরকারি স্ট্যাম্পে চুক্তি হয় নির্দিষ্ট কোম্পানিতে আকামা করে মাসিক ১ হাজার ৮০০ রিয়াল বেতনে চাকরি দেওয়ার। তা না হলে টাকা ফেরত দেওয়ার...