সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব (পিএস) তৌফিকা করিমের১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার একটি বিশেষ আদালত এ নির্দেশ দেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ-বাণিজ্য ও বদলির তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। এ অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয়সহ বিদেশে অর্থ পাচার করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত...