চলচ্চিত্রে সরব না থাকলেও সব সময়ই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। তেমনটাই ঘটল সোমবার। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নধর্মী সাজে আলোড়ন তোলেন এই নায়িকা। ফটোশূটের সেই ছবি দিয়ে ভক্তকুলের মাঝে ছড়িয়ে দেন মুগ্ধতার আবেশ।একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশূটের ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পরীমনি। ওই ছবিতে পরীমনিকে দেখা গেছে নীলের মাঝে উঁকি দেওয়া সোনালি রঙের জমকালো লেহেঙ্গায়। সঙ্গে ছিল নজরকাড়া গহনা-নাকফুল, দুল, নেকলেস ও চুড়ি। এসব অনুষঙ্গ তার সাজসজ্জায় যুক্ত করেছে রাজকীয়তা। পরিপূর্ণ লুকটি আরও আকর্ষণীয় করে তুলেছে তার মেকআপ ও হেয়ারস্টাইল। ছবিগুলো প্রকাশের পর...