বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সম্ভাব্য সময়সীমা নির্ধারণের পর থেকেই নির্বাচন বিলম্বিত ও বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চলছে। তবে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। কারণ ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৬ বছরে আমরা অনেক লড়াই করেছি। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ঢাকেশ্বরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতির মধ্যে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করতে চায়। তারা বিভিন্ন ধরনের ইস্যু সৃষ্টি করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা স্পষ্ট বলতে পারি, দেশে এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। মানুষ ভোটের প্রচারে নেমে গেছে। সম্ভাব্য প্রার্থীরাও গণসংযোগ করছেন। বিভিন্ন ইস্যু সৃষ্টি করে যারাই নির্বাচন বাধাগ্রস্ত করতে...