ঠাকুরগাঁও শহরের একটি মাদরাসা থেকে নিখোঁজ হওয়ার ২১ দিন পার হলেও এখনও উদ্ধার হয়নি তিন ছাত্রী। সন্তানদের ফেরাতে থানা-পুলিশসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন অভিভাবকেরা। আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রীর অভিভাবকেরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত উদ্ধারের দাবি জানান। নিখোঁজ আয়েশা খাতুনের মা কোহিনুর বেগম বলেন, ‘নিখোঁজের একদিন আগে আমি মেয়ের সঙ্গে দেখা করি। সে কেঁদে আমাকে বলে—মা, আমাকে বাসায় নিয়ে যাও। আমি সেদিন তাকে বুঝিয়ে রেখে আসি। কিন্তু পরদিন থেকে মেয়েসহ আরও দুইজন নিখোঁজ। বেঁচে আছে নাকি মারা গেছে, কিছুই জানি না।’ নিখোঁজ তামান্না আক্তারের মা আকলিমা খাতুন জানান, ৯ সেপ্টেম্বর সকালে মাদরাসার প্রধান শিক্ষিকা তাকে ফোন দিয়ে বলেন, তার মেয়ে মাদরাসায় নেই। এর আগের দিন খাবার নিয়ে বকাঝকা হয়েছিল বলেও তাকে জানান প্রধান শিক্ষিকা। জুঁই মনির বাবা...