রংপুরের বদরগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্বঝারপাড়া গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত কাল্টু মাহমুদ (৬০) আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদরগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ করেন শিশুটির নানি। সরেজমিন স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, চার বছরের শিশুটির বাবা-মা জীবন বাঁচার তাগিদে থাকায় কর্মরত রয়েছে। সেই সুবাদে শিশুটি তার নানির বাড়িতে থাকে। গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় শিশুটি খেলাধুলা করা অবস্থায় বাড়ির পাশে একটি হলুদের খেতে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন কাল্টু মাহমুদ। শিশুটি কান্নাকাটি শুরু করলে ঘটনাস্থলে থেকে অভিযুক্ত কাল্টু মাহমুদ দ্রুত পালিয়ে যান। ২৭ সেপ্টেম্বর থেকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির নানা-নানি আপস করতে রাজি হননি। বদরগঞ্জে থানার...