চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দেশ ট্রাভেলস পরিবহনের এক বাস চালককে মারধরের জেরে আবারো জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এর আগে, বিকেল ৪টার দিকে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘‘সোমবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বাস-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণার পরই দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েকটি বাস ছেড়েও যায়। কিন্তু, রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে দেশ ট্রাভেলসের এক চালককে মারধর করেন রাজশাহীর শ্রমিকরা। তারা চাঁপাইনবাবগঞ্জের বাস রাজশাহীর ওপর দিয়ে যেতে দেবে না।...