বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে কর্মচারী নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এতদিন এই নিয়োগ পরিচালনা করত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। তবে নতুন নিয়মে এ ক্ষমতা আর তাদের হাতে থাকছে না। এখন থেকে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নিয়োগের পরীক্ষা, মূল্যায়ন ও সুপারিশ করা হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক পরিপত্রে শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী সুপারিশ কার্যক্রম পরিচালিত হবে। এসব পদে রয়েছে: ট্রেড সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণা বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক।আরো পড়ুন:রবিশাল বিশ্ববিদ্যালয়: আবাসন-পরিবহনে ভোগান্তি চরমে, বাড়ছে শুধু বিভাগঢাবিতে হালিমে ‘পচা মাংস’, দোকানে তালা দেওয়ায় ‘হুমকি’ রবিশাল বিশ্ববিদ্যালয়: আবাসন-পরিবহনে...