বিনোদন ডেস্কঃতামিলনাড়ুর করুরে প্রচারসভায় পদপিষ্টের ঘটনার পরই জনরোষের আশঙ্কায় তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা নেতা ও অভিনেতা থালাপতি বিজয়ের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই সোমবার অভিনেতার ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমাতঙ্ক ছড়িয়েছে। চেন্নাই পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার সকালে তাদের কাছে খবর আসে, বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে। বোমায় উঁড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয়। সেই বার্তা পেতেই পুলিশ সতর্ক হয়ে যাবে। বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াগ অভিনেতার চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে তল্লাশি শুরু করেছে। প্রসঙ্গত, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহত হয়। গত শনিবার মর্মান্তিক এ ঘটনা ঘটে। ভারতীয় পুলিশ জানায়, থালাপতি বিজয় জনসভার...