দেশে ব্যাংকের চেয়েও বেশি লুটপাটের ঘটনা ঘটেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে (এনবিএফআই)। দিন দিন এই খাতের খেলাপি ঋণের বোঝা বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) খেলাপি ঋণ বেড়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। ফলে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা খাতটির বিতরণকৃত মোট ঋণের প্রায় ৩৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। এর মাত্র তিন মাস আগে, অর্থাৎ মার্চ মাস শেষে, এ খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৭ হাজার ১৮৯ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩৫ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ মাত্র এক প্রান্তিকের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩৫২ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার...