যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমট্রুথ সোশ্যালেদেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প অভিযোগ করেন, বিদেশি দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে মুভি তৈরির ব্যবসা নিয়ে যাচ্ছে। তার ভাষায়—“অনেকটা শিশুর কাছ থেকে চকলেট চুরির মতো আমাদের ব্যবসা চুরি করেছে তারা।” এর আগে গত মে মাসে ট্রাম্প এমন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে তখন কোনো বিস্তারিত জানানো হয়নি। নতুন ঘোষণার পর চলচ্চিত্র শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। এদিনই নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারের দাম যথাক্রমে ১ দশমিক ৪ এবং ০ দশমিক ৬ শতাংশ কমে যায়। শুধু সিনেমা শিল্প নয়, ফার্নিচারসহ অন্যান্য বিদেশি পণ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি ইতোমধ্যেই আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রী রাখার...