ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চতুর্থ ও পঞ্চম গ্রেডের এসব পদে আবেদন করতে পারবেন যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও। মোট পদসংখ্যা চার। পদের নাম ও বিবরণ১. মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে স্টোর/প্রকিউরমেন্ট–সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অভিজ্ঞদের ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের ক্রয় কার্যক্রমে...