উৎসব মানেই বিনোদন দুনিয়ার পালে বাড়তি হাওয়া। উৎসব মানেই নতুন সিনেমা, নাটক আর গান প্রকাশের হিড়িক। এবারের দুর্গাপূজায়ও তার ব্যতিক্রম হয়নি। পূজা উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা, নাটক ও গান। তবে এগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে ‘মহাদুর্গা’ শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী গান। তরুণ প্রজন্মের প্রতিভাবান পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মহাদুর্গা’ গানে ভক্তি-শ্রদ্ধায় ফুটে উঠেছে মাতৃবন্দনা। ‘কাশফুলে মাগো ছেয়ে গেছে দেখো, প্রকৃতি সেজেছে দিকে দিকে, তোমার আগমনী তিথিতে মাগো…’ সঞ্জীবন চক্রবর্তীর এমন কথায় ‘মহাদুর্গা’ গানটির সুর করেছেন ভবসিন্ধু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভজন ক্ষ্যাপা, ভবসিন্ধু, সোহাগ, তন্বী সাহা এবং মৌমিতা বিশ্বাস। সংগীতায়োজন করেছেন শামীম হাসান। ‘মহাদুর্গা’ গানটি সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্পী ভবসিন্ধুর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মুক্তির পরপরই শ্রোতা এবং দুর্গতিনাশিনী দেবী দুর্গার ভক্তদের প্রশংসা কুড়িয়েছি ‘মহাদুর্গা। সেইসঙ্গে শিল্পীদের গায়কীর প্রশংসায়...