খাগড়াছড়ির গুইমারায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সারা দিন থমথমে পরিস্থিতি ছিল। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, রবিবার গুইমারা উপজেলার রামেসু বাজার এবং আশেপাশের এলাকায় সংগঠিত হামলা ও পাল্টা হামলায়নিহত তিন জনের মরদেহ সোমবার স্বজনরা নিয়ে গেছেন। তিন দিনের বেশি আটকে থাকা পর্যটকরা আজ বিকাল ৪টার দিকে সেনা-পুলিশ-বিজিবির কড়া নিরাপত্তায় খাগড়াছড়ি ছেড়েছেন। তারা এখন বাড়ির পথে রয়েছেন। সেই সঙ্গে যাদের জরুরি কাজ আছে তারাও খাগড়াছড়ির বাইরে গেছেন। তবে এখনও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এদিকে, খাগড়াছড়ি শহর ও স্বনির্ভর বাজার এলাকায় শনিবার পাহাড়ি ও বাঙালি ছাত্র-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকান...