বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় তিন লক্ষাধিক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে সচেতন হতে হবে। এ জন্য সরকার ও চিকিৎসকদের সমন্বিত প্রয়াস দরকার। আধুনিক জীবনের ব্যস্ততা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের অভাবে আমরা আমাদের এই মহামূল্যবান অঙ্গটিকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেডের উদ্যোগে এক আলোচনা সভা ও ম্যাগাজিন উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবেক অতিরিক্ত সচিব প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন-...