অবরুদ্ধ গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও হামলা ও আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের ভূখণ্ডটি দখলে রেখে সেখানকার বাসিন্দাদের ওপর হত্যাযজ্ঞও চালাচ্ছে তারা। রবিবারও (২৮ সেপ্টেম্বর) পশ্চিম তীরের উত্তর-পশ্চিমের কালকিলিয়া শহরের কাছে হামলা চালিয়ে ২৪ বছরের ফিলিস্তিনি যুবক মাহমুদ আক্কাদকে হত্যা ও বেশ কয়েকজনকে আহত করে ইসরায়েলি সেনারা। হামলা চলেছে নাবলুস ও আল-রাম শহরে। তবে ইসরায়েলি সেনাদের দাবি, নাবলুস শহরের খিল্লেত আল-আমুদ এলাকার বাসিন্দা মাহমুদ আক্কাদ গাড়ি চালিয়ে ইসরায়েলিদের ওপর হামলা চালানোর চেষ্টা করছিলেন। ওই ঘটনায় একজন ইসরায়েলি গুরুতর আহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারের গণমাধ্যম আল জাজিরা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর দিন থেকেই পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। এসব হামলায় কমপক্ষে এক হাজার ৪৭...