বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এর উদ্যোগে ক্রীড়াবিদদের খেলা ছেড়ে দেয়ার পর ক্যারিয়ার সম্পর্কিত ‘অ্যাথলেট ৩৬৫+’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন ফেডারেশন হতে ২০-৩০ বছর বয়সী ৪০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) মনোনীত মাস্টার এডুকেটর শ্যারন স্প্রিংজার। তিনি বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের হেড অব এডুকেশন প্রোগ্রাম হিসেবে কর্মরত আছেন। প্রথম দিন চারটি সেশনে আয়োজিত কর্মশালা থেকে ক্রীড়াবিদরা তাদের নিজেদের সক্ষমতা, মূল্যবোধ, আগ্রহ, আবেগসহ আত্ম উপলব্ধি করতে পারেন। এটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য করবে। কর্মশালার দ্বিতীয় দিনে ক্রীড়াবিদদের বিভিন্ন কর্মসংস্থানে আবেদনের জন্য নিজেদের সিভি ও কভার লেটারসহ অন্যান্য নথিপত্র তৈরির কার্যকরী কৌশলের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল রোববার কর্মশালার সার্টিফিকেট বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...