জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে তার বিরুদ্ধে করা অর্থ লোপাটের মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে। আগে সাকিবের ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। তাকে গেল ৪ সেপ্টেম্বর কমিশন সাময়িক বরখাস্ত করেছে। এ বিষয়ে সোমবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, “কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মামলা বা অভিযোগের অনুসন্ধান চলমান থাকে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে নতুন অভিযোগ আসে, সেক্ষেত্রে তা পূর্বের অনুসন্ধানের সঙ্গে যুক্ত হওয়া স্বাভাবিক প্রক্রিয়া।” দুদকের নথিতে বলা হয়েছে, সাকিব ও অন্যদের বিরুদ্ধে ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগটি দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখা...