২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। মানুষ কে ভূল বুঝানোর চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সব কিছু বুঝে শুনে এগিয়ে চলে। বিএনপি সর্বস্তরের জনগণের দল। তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম লালন ও পালন করে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়ায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলায় ঘরে ঘরে জনে জনে কর্মসূচিতে ওঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত...